গাজায় যুদ্ধ পরিচালনার জন্য যে ৭ সদস্যের বিশেষ মন্ত্রিসভা গঠন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তা বাতিল করেছেন তিনি।
সোমবার (১৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় এক ইসরায়েলি কর্মকর্তা। খবর আলজাজিরার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে,নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সম্প্রতি পদত্যাগ করেন মধ্যপন্থি রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্তজ। তিনি একসময় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
গান্তজের পর ইসরাইলের সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার এবং গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড পদত্যাগ করেন।
এর আগে গত এপ্রিল মাসে ইসরাইলের সামরিক বাহিনীর গোয়েন্দা পরিচালক পদত্যাগ করেছিলেন।
গান্তজের পদত্যাগের পর থেকে নেতানিয়াহু সরকারের অতি-ডানপন্থী জোটসঙ্গীরা যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। একইসাথে তারা একটি নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনে চাপ দিচ্ছিলেন।
গান্তজের পদত্যাগকে স্বাগত জানিয়ে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছিলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে।
এদিকে, যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেয়া সম্পর্কে নেতানিয়াহু বলেছেন, গান্তজের অনুরোধে যুদ্ধকালীন মন্ত্রিসভা করা হয়েছিল। গান্তজ চলে যাওয়ায় এই মন্ত্রিসভার আর দরকার নেই।
এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। জবাবে ওইদিনই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গঠন করা হয় জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা।
এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৮০ হাজার ছাড়িয়েছে।