আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
বুধবার (১২ জুন) রাজধানী কিনশাসার কাছে মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।
এক এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে তিনি সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার (১০ জুন) গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।
কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময়ই ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়।