Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
বাজেটকে স্বাগত জানানোর আনন্দ মিছিলে মারামারি
Published : Friday, 7 June, 2024 at 7:30 PM

দুই গ্রুপ একই স্থানে মিছিল সহকারে এলে মুখোমুখি সংঘর্ষ

দুই গ্রুপ একই স্থানে মিছিল সহকারে এলে মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রামের আনোয়ারায় বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আনোয়ারার সেন্টার এলাকার এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদ ও বন্দর ফাঁড়ির আইসি মো. মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে সেন্টারে আনন্দ মিছিল ও সভার আয়োজন করা হয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বদানকারী উপজেলার সাবেক ও বর্তমান আওয়ামী লীগের একটি অংশ। যাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলছিল। একটি গ্রুপ সাবেক ভূমিমন্ত্রী ও আরেকটি গ্রুপ বর্তমান অর্থপ্রতিমন্ত্রীর।

দুই গ্রুপ একই স্থানে মিছিল সহকারে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের নেতাকর্মীদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও বর্তমান অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপির নামে স্লোগান দিতে দেখা যায়। ফলে, দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকসহ প্রায় ১৫ জন।

এদের মধ্যে অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ও বন্দর ফাঁড়ি পুলিশের একাধিক টিম এলাকায় মোতায়েন করা হয়েছে। থেমে থেমে এখনও সংঘর্ষের ঘটনা চলছে বলে খবর পাওয়া যায়।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদ বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 9 January, 2025
সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ
কক্সবাজার প্রতিনিধি
Sunday, 5 January, 2025
টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিককে অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
Monday, 30 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up