২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট বরাদ্দ কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপনকালে জানান, আগামী অর্থবছরে এ খাতে বাজেট বরাদ্দ ৩০ হাজার ৩১৭ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসে দৈনিক গ্যাস উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
আগামী অর্থবছরের বাজেটে সামুদ্রিক সম্পদ আহরণ এবং এর সুষ্ঠু ব্যবহারের গুরুত্ব বিবেচনায় এ খাতে গবেষণা ও উন্নয়ন কাজে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে তিনি 'সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার' শীর্ষক বাজেটের বক্তৃতায় আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরে মোট ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ৯.৭ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর মাধ্যমে ৪ লক্ষ ৮০ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হলো।
এছাড়া আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ধরা করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ১৪.২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৩২ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো।
অর্থমন্ত্রী আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ৪.৬ শতাংশ। এ হার গত বাজেটে ছিল ৫.২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ৯৫ হাজার ১০০ কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হলো।
উল্লেখ্য, এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।