Published : Thursday, 6 June, 2024 at 12:19 AM, Update: 06.06.2024 12:22:25 AM
অস্বাভাবিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখীসহ চাপে থাকা সামষ্টিক অর্থনীতির মধ্যেই ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার।
চলতি বাজেটের তুলনায় ৮২ হাজার ৫০০ কোটি টাকা বাড়িয়ে আজ বৃহস্পতিবার (০৬ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
সংসদে প্রস্তাবিত হতে যাওয়া সরকারের আয়-ব্যয়, অর্থনৈতিক পরিকল্পনার এই প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।
বৃহস্পতিবার বিকাল তিনটায় সংসদের বৈঠক শুরু হবে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন দেয়া হবে। তারপর তা যাবে রাষ্ট্রপতির কাছে। বাজেট সংসদে উপস্থাপনের আগে সাধারণ রাষ্ট্রপতি সংসদেই অবস্থান করেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন।
বাজেট পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের কঠিন চ্যালেঞ্জ থাকছে সরকারে সামনে। আর আড়াই লাখ কোটি টাকার বেশি ঘাটতির এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ।
রাজস্ব আদায়ের সিংহভাগই জোগাড় করতে হবে এনবিআরকে, অঙ্কটি চার লাখ ৮০ হাজার কোটি টাকা। আর এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। এছাড়া কর ব্যতীত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকা।
নির্দিষ্ট হারে কর দিয়ে বাড়ি, জমি ও ফ্ল্যাট বৈধ করার সুযোগ থাকছে আগামী বাজেটে। সেই সাথে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। এছাড়া সম্পদ বৈধ করার সুযোগ পাবে কোম্পানিও।
অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। অর্থাৎ নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ নির্মাণের। আর সে জন্য তিনি দেশের অবকাঠামো নির্মাণে ব্যয় করতে চান দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।
আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে আনবে সরকার। চলতি অর্থবছরের ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬ দশমিক ৭৫ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd-এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি, দেশ বা বিদেশ থেকে [email protected] ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার বেলা ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।