Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক ■ ‘গুম’ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি হবে ■ 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, ‘জাতীয় নাগরিক কমিটি' গঠন
বঙ্গবন্ধু কাপ কাবাডি
নেপালকে উড়িয়ে মুকুট ধরে রাখল বাংলাদেশ
Published : Monday, 3 June, 2024 at 6:46 PM

নেপালকে উড়িয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে উড়িয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে ফাইনালে আসা নেপাল পারল না বাংলাদেশকে তেমন চ্যালেঞ্জ জানাতে। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করল বটে, কিন্তু টুর্নামেন্ট জুড়ে দাপুটে বাংলাদেশকে আটকানোর জন্য তা যথেষ্ট হলো না। বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে টানা চতুর্থ শিরোপা জিতল স্বাগতিকরা।

সোমবার (৩ জুন) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৪৫-৩১ পয়েন্ট ব্যবধানে জিতে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।
 
আগের তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের যাত্রা এবারও থামাতে পারেনি কোনো দল। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড ও নেপালের বিপক্ষে বড় জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছিল আরদুজ্জামান মুন্সীরা। এরপর সেমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে।

গ্রুপ পর্বের পর আবার দেখা হয় নেপালের সঙ্গে। কিন্তু এবারও স্বাগতিকদের দমাতে পারেনি তারা।
 
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম আজ ছিল দর্শকে পরিপূর্ণ। সমর্থকদের আনন্দে ভাসিয়ে প্রথমার্ধেই শিরোপার দখলের পথে একধাপ এগিয়ে যায় আরদুজ্জামানরা। ২৪-১০ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
 
তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার আভাস দেয় নেপাল। জমিয়ে তোলে লড়াই। এ অর্ধে শেষ পর্যন্ত ২১ পয়েন্ট তুলে নেয় তারা। সমান পয়েন্ট তুলে নেয় বাংলাদেশও। কিন্তু প্রথমার্ধেই ফলই গড়ে দেয় ব্যবধান। তাতে ৪৫-৩১ ব্যবধানে জয় তুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে টানা চতুর্থ শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। 

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  কাবাডি   বাংলাদেশ   নেপাল  


আপনার মতামত দিন
উইম্বলডনের নতুন রাজা আলকারাজ
ক্রীড়া ডেস্ক
Monday, 15 July, 2024
উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা
ক্রীড়া ডেস্ক
Saturday, 13 July, 2024
বিমান বাহিনী ও নৌবাহিনীর জয়
ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 9 July, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up