আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নাই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কিস্তির টাকা আগামী জুনেই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সবকিছুই আলোচনার মাধ্যমে হবে। তবে সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি বলে আইএমএফের নির্বাহী পরিচালক আমাদের জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যাতে থাকে। মানুষের জীবন যাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে সেভাবেই বাজেটে উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, এই বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তবে অনেক বাধা আছে, সেই বাধা আমরা মোকাবিলা করবো।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে বাজেটে। বলেন ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ না। যেহেতু ক্রলিং পেগ করা হয়েছে। আইএমএফ এতে খুশি।