Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন ■ ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’
প্রিয় বন্ধু’র আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন
Published : Tuesday, 14 May, 2024 at 11:46 PM

রাশিয়ার রাজধানী মস্কোয় ক্রেমলিনে পুতিনের সঙ্গে শি জিনপিং

রাশিয়ার রাজধানী মস্কোয় ক্রেমলিনে পুতিনের সঙ্গে শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শেষ দিকে চীন সফর করবেন। প্রিয় বন্ধু ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি বেইজিং সফরে যাচ্ছেন। 

মঙ্গলবার (১৪ মে)  রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সংবাদমাধ্যম স্পুৎনিকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের মার্চ মাসে রাশিয়া সফরে যান চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং। সে সময় পুতিন এবং সি পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যা দেন। পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিনের এটি প্রথম চীন সফর এবং একই সঙ্গে এটি তার প্রথম বিদেশ সফরও।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ১৬-১৭ মে চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং যাবেন পুতিন। এই সফরে দুই নেতা বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পুতিন এবং  শি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করবেন। তারা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে কী ধরনের চুক্তি হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।

চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী লি শ্যাংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ সময় তারা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা সংক্রান্ত সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া এই সফরে পুতিন ও শি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।

রাশিয়া ও চীন বিগত কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে চীন সফরের সময় পুতিন চীন-রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে ঘোষণা দেন এবং বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো ‘নিষিদ্ধ’ ক্ষেত্র নেই। পুতিনের সেই সফরের কয়েক দিন পরেই রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। তবে চীন এখনো এর নিন্দা করেনি কিংবা রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 7 January, 2025
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 7 January, 2025
একদিনে ৩ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 29 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up