জামালপুরের সরিষাবাড়ীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে ফজলুল হক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৪ জন আহত
শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের দিগপাইত-সরিষাবাড়ী সড়কের খলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের আবু সামার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুর রহমান।
আহতরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের সাগর, মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের লাফি, জনি ও সজীব।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ফজলুল হক, সাগর, লাফি, জনি ও সজীব পাঁচ বন্ধু মিলে দুটি মোটরসাইকেল যোগে দিগপাইত উপ-শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দিগপাইত-সরিষাবাড়ী সড়কের খলিলের মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেলে ধাক্কা লেগে গাড়িতে থাকা সবাই পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় ৫ জনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ফজলুল হক মারা যান।
সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।