রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার নামক স্থানে পাহাড় ধসে সড়কের ওপর বিশাল মাটির খণ্ড পড়ে সারা দেশের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২ মে) রাতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শুক্রবার (৩ মে) সকাল থেকে কোনও যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি এবং বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।
এই ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সড়কের দুই পাশে আটকে পড়েছে যানবাহন। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পরপরই ভোর থেকে সড়কের মাটি সরানোরকাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মাটি সরানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে আবারও যান চলাচল শুরু হবে।