Published : Friday, 3 May, 2024 at 11:43 AM, Update: 04.05.2024 12:21:05 AM
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
শুক্রবার (৩মে) সন্ধ্যা ৬ টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যে শক্তির পার্থক্য খুব বেশি না থাকলেও, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী যে তারা সিরিজ জিততে পারবেন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরেছে, আবার শ্রীলঙ্কাকে হারিয়েছে। তাই আমাদের মনে হয় না তাদের সাথে আমাদের অনেক পার্থক্য আছে।
তিনি আরও বলেন, ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।
জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেন, সঠিক মাইন্ডসেট নিয়ে, খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা এই সিরিজ খেলতে এসেছি। আমরা জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। বাংলাদেশের দলে ব্যাটিং ইউনিটের অনেক গভীরতা আছে। রিয়াদ, জাকের ভালো খেলেছে। তরুণরাও ভালো করছে।