Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ে বেসরকারি পাসধারীদের প্রবেশ নিষেধ ■ ইন্টারপোলের তালিকায় ৬৩ বাংলাদেশির নাম, নেই শেখ হাসিনা ■ ‘সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে’ ■ জাতীয় ঐক্যের জন্য প্রয়োজনে ছাড় দিতে হবে ■ হাসিনা-জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ■ মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ■ সাবেক সেনা কর্মকর্তা আযমীর বরখাস্তের আদেশ বাতিল
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
Published : Saturday, 20 April, 2024 at 10:37 PM

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে দ্রুত সমন্বয় করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরীণ ত্রুটি মেরামত করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

 শনিবার (২০ এপ্রিল) প্রতিমন্ত্রী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল) পরিদর্শনকালে এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, এই গরমে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৭ হাজার মেগাওয়াট হতে পারে। এই চাহিদা পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। একটিই চ্যালেঞ্জ– তা হলো অর্থ।
 
বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোথাও কোনো সঞ্চালন বা বিতরণে সমস্যা থাকলে তা যেন দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদ,  আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা ও এটুআই (এসপায়ার টু ইনোভেট) কার্যক্রমের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি এবং বাংলাদেশের সর্ববৃহৎ পাওয়ার হাব। এর ৬টি ইউনিটের বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক হাজার ৫৮৪ মেগাওয়াট। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমান তিন হাজার ৩০২ মেগাওয়াটে উন্নীত করা। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জাতীয় ঐক্যের জন্য প্রয়োজনে ছাড় দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 December, 2024
তদন্তে বেরিয়ে আসবে নাশকতা নাকি দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up