Published : Thursday, 18 April, 2024 at 8:18 PM, Update: 18.04.2024 8:23:27 PM
ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনার মামলায় ট্রাকের চালক ও হেলপারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান এই নির্দেশ দেন।
আসামিরা হলেন, ট্রাকচালক আল-আমিন (২৯) ও তার সহকারী নাজমুল (২২)। আল-আমিনের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। আর নাজমুলের খুলনায়।
আদালত পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর থানায় সড়ক ও পরিবহন আইনের ১০৫ ধারায় রাজাপুর উপজেলার সাউথপুর এলাকার একই পরিবারের চারজন নিহতের মধ্যে হাসিবুর রহমানের ছোট ভাই মো. হাদিউর রহমান (২৩) বাদী হয়ে মামলা করেন।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।
নিহতরা হলেন, ঝালকাঠির গাবখান এলাকার সেলিম হাওলাদারের ছেলে নজরুল (৩৫), ওস্তাখান এলাকার মান্নান মাঝির ছেলে সফিকুল মাঝি (৫০), শেখেরহাটের নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), নুরুল ইসলামের ছেলে ও বিমান বিহিনির সদস্য ইমরান হোসেন (৪০), কাঁঠালিয়া উপজেলার ইব্রাহিমের মেয়ে নুরজাহান (৭), ইব্রাহিম (৪০), তার স্ত্রী তহমিনা (২৫), উত্তর সাউথপুরের মিজানুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০), স্ত্রী সোনিয়া বেগম (৩০), তাদের মেয়ে তানিয়া আক্তার (৩) ও ছেলে তাহমিদ রহমান (১), নিপা (২২), স্বরুপকাঠির বাসিন্দা রুহুল আমিন ও ভিক্ষুক শহিদুল ইসলাম।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।