রাত পোহালেই ঈদ, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। ঈদযাত্রার শেষ দিন বুধবার (১০ এপ্রিল) ভোর থেকেই যানবাহনের চাপ কমতে থাকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। এতে ফাঁকা মহাসড়কে স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
জানা গেছে, গত কয়েকদিন গাড়ির চাপ থাকলে আজ ভোর থেকে একেবারেই ফাঁকা মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ২২ জেলার মানুষ। ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দে ঈদযাত্রা করতে পাড়ায় খুশি মনেই বাড়ি ফিরছেন যাত্রীরা।
এর আগে সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোলপ্লাজা বন্ধ রেখে সেতু একমুখী করে উত্তরবঙ্গের দিকের পরিবহনগুলো ছেড়ে দেওয়ায় টাঙ্গাইলের মহাসড়কে পরিবহনের চাপ কমে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরপর দুইবার দুই ঘণ্টা করে পশ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী লেন বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ ছাড়াও ওইদিন রাতে সেতুতে ১১টি গাড়ি বিকল হয়। পরে গাড়িগুলো অপসারণ করতে সময় লাগায় জটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, মহাসড়কে আজ গাড়ির তেমনটা চাপ নেই। কোথাও জট নেই। যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।