বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫২ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর থেকে বিকেলে তিন দফায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থাপন করা হলে বিচারক নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আজ তিন দফায় ৫২ জনকে আদালতে উপস্থাপন করা হলে মামলাটি আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কোট পুলিশ পরিদর্শক একে ফজলু হক বিশেষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম ও ডাকাতিতে ব্যবহৃত জিপ গাড়ি চালক কফিল উদ্দিন সাগরকে কারাগারে পাঠানো হয়।