বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
সোমবার (০১ এপ্রিল) সকাল থেকে কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কোনাবাড়ী কাশিমপুর সড়ক অবরোধ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুন এলাকায় কেয়া নীট কম্পোজিট লিমিটেডের প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। আজ ভোর ৬টায় তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, শ্রমিকরা বকেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।
তিনি জানান—গাজীপুরের শিল্প পুলিশ, কোনাবাড়ী থানা পুলিশ, সিটি এসবি পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শ্রমিকেরা জানান—বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।
কেয়া নীট কম্পোজিট লিমিটেড প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শুধু ফেব্রুয়ারি বেতন বকেয়া আছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।