Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা ■ গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না ■ সাত কলেজের পরীক্ষা স্থগিত ■ যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ■ যাত্রাবাড়ীর সংঘর্ষে কোনো শিক্ষার্থী মারা যায়নি ■ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ■ যৌক্তিক মামলা না নিলে ওসিকে সাসপেন্ড
বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Published : Saturday, 30 March, 2024 at 2:50 PM

বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা।  শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পড়তে হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। পরে রাস্তা থেকে শ্রমিকেরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় কমপক্ষে দশ শ্রমিক আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আবদুল্লাহ আল শেখ সাদি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাড. ইউসুফ জালাল কিসমত। তাঁদের উপস্থিতিতে বৈঠক শেষে কর্তৃপক্ষ রোববার দুপুরের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।  

এর আগে, কোনো পূর্ব ঘোষণা ও বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা ছুটির ঘোষণা দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে শ্রমিকেরা জানিয়েছেন। এ ছাড়াও কারখানার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদেরও ছয় থেকে সাত মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে বলে জানা যায়।

আন্দোলনরত শ্রমিক শিল্পী বেগম জানান, কারখানাটিতে ১৯ শ ৫০ জন শ্রমিক কর্মরত। তাদের দুই থেকে ছয় মাসের বেতন বাকি রয়েছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এমন অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকেরা। জেনারেল ম্যানেজার তাদের কোনো সদুত্তর দিতে না পারায় শ্রমিকেরা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।

বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার বিপ্লব পাল বলেন, ‘ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা যায়নি। এ কারণে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা সম্ভব হয়নি। রোববার বিকেলের মধ্যে তাদের পাওনার ১৫ শতাংশ পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ এলে এবং ব্যাংকিং চালু হলে সকলের দাবি-দাওয়া পূরণ করে দেওয়া হবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। রোববার ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, আটক ১১
লক্ষ্মীপুর প্রতিনিধি
Monday, 25 November, 2024
কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Saturday, 23 November, 2024
টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার প্রতিনিধি
Monday, 18 November, 2024
জেলেপল্লিতে আগুন, পুড়েছে ৩৭ বসতঘর ও দোকান
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 17 November, 2024
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 15 November, 2024
গোপনে বেঠকের সময় আওয়ামী পন্থী ১৯ ইউপি সদস্য আটক
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 9 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up