ভারতের আগ্রাসন বন্ধ ও ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শরিক ১২ দলীয় জোট।
শনিবার (২৩ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর হাতে ভারতীয় পণ্য বর্জনের টিশার্ট তুলে দেন জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
গত বুধবার রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানানোর পর ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানান। এ সময় রিজভীসহ অন্য নেতাদের হাতে ভারতীয় পণ্য বর্জনের টিশার্ট তুলে দেন জোট নেতারা।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দএহসানুল হুদা, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান (একাংশের) শামসুদ্দিন পারভেজ।