জমকালো আয়োজনে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তুলেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারকে নিয়েই আসরের উদ্বোধনী ম্যাচের একাদশ সাজিয়েছে চেন্নাই। সেই ফিজই চেন্নাইকে একই ওভারে জোড়া উইকেট এনে দিয়েছেন। এর আগে ইনিংস শুরু করা ভারতীয় দুই পেসারের বলে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার। কোহলি-ডু প্লেসি জুটির ভয়ংকর রুপ বাড়তেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। নিজের করা তৃতীয় বলেই ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন ফাফ।
নিজের প্রথম ওভারের শেষ বলে রজত পাতিদারকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান ফিজ। মোস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রজত। ওভারের শেষ বলে উইকেট পাওয়ায় হ্যাটট্রিকের সুযোগ এখন কাটার মাস্টারের সামনে।