Published : Wednesday, 20 March, 2024 at 7:22 PM, Update: 20.03.2024 7:44:49 PM
রাজধানীর মালিবাগে হোটেলে গ্যাস লাইনের গোলযোগ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে হোটেলের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ার সংলগ্ন গলিতে শাহজালাল হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধরা হলেন- মারুফ (১৬), জুলহাস (১৭) ও সবুজ (২৪)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হোটেলের আরেক কর্মচারী তৌহিদ জানান, গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে হঠাৎ আগুনে ধরে যায়। এতে পাশেই থাকা ওই তিন কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। আর দগ্ধদের হাসপাতালে নিয়ে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তিন কর্মচারীকে ঢামেকের পুরোনো বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান।