রমজানের শুরুতে উত্তাপ ছড়ানো বেগুনের বাজারে নেমেছে ধস। রোজার শুরুতেও জাত ভেদে বেগুনের দাম ছিলো ৫০ থেকে ৮০ টাকা কেজি। তবে হঠাৎ করেই ধস নেমেছে বেগুনের দরে; আড়তে বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৬ টাকা কেজিতে। যেখানে প্রতিকেজি বেগুন উৎপাদন করতে কৃষকের খরচ গুণতে হয়েছে ২০ থেকে ২৫টাকা।
বুধবার (২০ মার্চ) বগুড়ার পাইকারি বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৬ টাকা থেকে ১৫ টাকা কেজিতে। তবে খুচরা বাজারে সাধারণ বিক্রেতারা ১৫ টাকা থেকে ২০ টাকা দরে বেগুন বিক্রি করছেন। বেগুন উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে ক্ষতির কবলে পড়েছে কৃষকরা বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, বিপুল পরিমাণ ফলনে বাজারে বেগুন সরবরাহ বেড়েছে; একই সঙ্গে ক্রেতাদের মধ্যে চাহিদাও কমে গেছে। এ ছাড়া এরসঙ্গে মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে বৈরী আবহাওয়ায় বাজার প্রায় ক্রেতা শূন্য হওয়ায় বিপাকে ব্যবসায়ী ও কৃষক।
বগুড়া শহরের প্রধান কাঁচাবাজার রাজাবাজারের পাইকারি ব্যবসায়ী জাকির হোসেন বলেন, গত দু’তিন দিন ধরে বেগুনের দাম কম। মানুষ বেগুন কিনছেনও কম। আমরা ৬/৭ টাকা কেজি কিনে এনে এখন বিক্রিই করতে পারছি না।
এ বিষয়ে মহাস্থানহাটে শিবগঞ্জের চাষি বজলুর রহমান বলেন, ম্যালা আশা করে বাগুন লাগাইছিনু। ভাবিছিনু রমজানত ভালো দাম পাওয়া যাবি; কিন্তু কপালডাই খারাপ। হাটত লিয়া আচ্ছি, কেউ দামই কচ্ছে না।
আড়তদাররা জানান, রমজানে মানুষের সবজি খাওয়ার প্রবণতা কম। এ কারণে চাহিদা কমে গেছে।