শিরোনাম: |
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে বিল পাস হলো মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ)। ফলে মার্কিন ভূখণ্ডে জুড়ে পুরোপুরি টিকটক নিষিদ্ধ হতে পারে। বুধবার (১৩ মার্চ) প্রতিনিধি পরিষদে হয় এ বিষয়ক ভোটাভুটি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।
বিলটি পাস হলে মার্কিন অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে দেয়া হবে, যদি না এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চীনা মূল কোম্পানি বাইটড্যান্স থেকে আলাদা হয়। সিনেটে বিলটির ভবিষ্যৎ কী হবে তা এখনও স্পষ্ট নয়। হাউসে ৩৫২ জন ভোটারের মধ্য ৬৫ জন বাদে সবাই এই বিলের পক্ষে ভোট দিয়েছে। ৫০ জন ডেমোক্র্যাট ও ১৫ জন রিপাবলিকান বিলের বিরোধিতায় ভোট দেয়।
বিলের সমর্থক আইনপ্রণেতারা যুক্তি দিয়েছে যে, টিকটক আমেরিকার জাতীয় নিরাপত্তায় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ চীন সরকার বাইটড্যান্সের বিরুদ্ধে তার গোয়েন্দা আইন ব্যবহার করতে পারে, এটি মার্কিন অ্যাপ ব্যবহারকারীদের ডেটা হস্তান্তর করতে বাধ্য করতে পারে।
আমেরিকায় মোটামুটি ১৭ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করছে। টিকটকের মূল কোম্পানি চীনের বাইটড্যান্স।
বিশ্বজুড়ে নানা কারণে সমালোচিত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধের ব্যাপারে ইতিবাচক মনোভাব আগেই জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটি নিষিদ্ধের পক্ষে থাকলেও এতে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা লাভবান হবে বলে মত তার।
এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটিকে নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। কিন্তু ট্রাম্প বাইডেনের নতুন বিলের সমালোচনা করে বলেছেন, টিকটক সীমিত করলে ফেসবুক এতে লাভবান হবে।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|