Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর
কর্মস্থলে না পাওয়ায় কর্মকর্তাকে বরখাস্ত করলেন মন্ত্রী
Published : Wednesday, 6 March, 2024 at 6:49 PM, Update: 06.03.2024 7:20:54 PM

চিকিৎসককে বরখাস্ত করলেন মন্ত্রী

চিকিৎসককে বরখাস্ত করলেন মন্ত্রী

কর্মস্থলে না থাকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার( ৬ মার্চ) জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ওই কর্মকর্তাকে না পেয়ে এ নির্দেশ দেন তিনি।

দুইদিনের সফরে বুধবার (৬ মার্চ) সকালে সিলেট পৌঁছান ডা. সামন্ত লাল সেন। পরে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। রেন্টু পুরকায়স্থকে বরখাস্তের নির্দেশের পাশাপাশি আরও যারা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না, তাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে সেবার মান ও বহিঃবিভাগ ঘুরে দেখেন ডা. সামন্ত লাল সেন। বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স পরিদর্শনের পরে গণমাধ্যমকে তিনি জানান, দেশের স্বাস্থ্য সেবায় মূল সমস্যা জনবল সঙ্কট। জনবল সঙ্কটসহ স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যা দ্রুত নিরসনে কাজ করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর লোকবল সংকট, দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এ ব্যাপারে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তাকে সাসপেন্ডের (সাময়িক বরখাস্ত) নির্দেশনা দেয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় রোগীর অনাকাঙ্ক্ষিত ভিড় কমবে।

এছাড়া দেশের ৫ জেলায় ৫টি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এসময় তার সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
Wednesday, 8 January, 2025
মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
Saturday, 21 December, 2024
সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলায় গ্রেপ্তার ৪
সুনামগঞ্জ প্রতিনিধি
Saturday, 14 December, 2024
সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে
সিলেট প্রতিনিধি
Sunday, 10 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up