শিরোনাম: |
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে সেতু থেকে নদী পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগু নদীর ওপর একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
মালির সড়ক পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর পথে রওয়ানা হওয়া একটি বাস একটি সেতু থেকে নিচে পড়ে গেছে। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন।
মালিতে প্রধান প্রধান সড়কের বেহাল অবস্থা, মেয়াদোত্তীর্ণ যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন ও দুর্নীতিতে নিমজ্জিত পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|