শিরোনাম: |
কোনোরকম অনিয়ম, গাফিলতির কারণে রোগী মারা গেলে সে ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীকে জিরো টলারেন্স দেখানোর কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন নিজেই এ কথা জানিয়েছেন।
সামন্ত লাল বলেন, গতকাল আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এ ব্যাপারে তুমি ‘জিরো টলারেন্স’। কোনো রকম অনিয়ম, কোনো রকম গাফিলতির জন্য কোনো বাচ্চা যদি মারা যায়, তুমি তোমার মত ব্যবস্থা নেবে। এরকম কড়া নির্দেশ উনি আমাকে দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে–কীভাবে ক্লিনিক পরিচালনা করবে–কী কী ক্রাইটেরিয়া থাকা লাগবে।
যেখানে অপারেশনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই সেখানে অপারেশন করা যাবে না এমন হুঁশিয়ারি দিয়ে ডা. সামন্ত লাল বলেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে হবে। পুরো বিষয়টি নিজেই মনিটরিং করবেন বলেও জানান মন্ত্রী।
অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, গত এক মাসে ১ হাজার ২৭টি অবৈধ ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। জানান চিকিৎসক এবং রোগী উভয়ের সুরক্ষা নিশ্চিত করা তার দায়িত্ব।
প্রসঙ্গত, সম্প্রতি অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ব্রিফিংয়ে, সম্প্রতি দুই শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া, অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধে স্থানীয় সংসদ সদস্যসহ সব মানুষের সহযোগিতাও চান তিনি।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|