শিরোনাম: |
চলতি বিপিএলের মাঝপথে আরও একবার আলোচনায় আল আমিন হোসেন। আসরে তিন নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্লে-অফে নামার আগে পেয়েছে দীর্ঘ বিরতি। আর এই লম্বা বিরতিতে দ্বিতীয় বিয়ে করেছেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো এই পেসার।
ফারজানা আক্তার প্রীতির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধলেন আল আমিন। শুক্রবার তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। কনের বাড়ি কুষ্টিয়া। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে।
এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল আমিন। বিয়ের এক দশকের মাথায় ২০২২ সালে ইসরাতের সঙ্গে
সম্পর্কের ইতি টানেন। তবে, স্ত্রীর করা মামলায় দেশব্যাপী তখন ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই ক্রিকেটার। ইসরাতের সঙ্গে আগে সংসারে দুটি সন্তান রয়েছে এই ক্রিকেটারের। একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো আল আমিন গত কয়েক বছর ধরে তেমন আলোচনায় নেই। মাঝে দুয়েকবার জাতীয় দলে সুযোগ
পেলেও সেটা তেমন কাজে লাগাতে পারেননি তিনি। চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন আল-আমিন। তাতে ৮ উইকেট নিয়েছেন এই পেসার।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|