Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সড়ক বন্ধ করে বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী ■ শপথ নেয়ার পর যা বললেন নতুন সিইসি ■ ৫ বিসিএসে ১৮ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দেবে সরকার ■ নয়াদিল্লি ও লন্ডনের প্রেস মিনিস্টার হলেন দুই সাংবাদিক ■ শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু ■ সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সন্ত্রাসী নিহত ■ ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার
Published : Tuesday, 20 February, 2024 at 5:10 PM

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এদিকে, দীর্ঘদিন কারাবাস শেষে একে একে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। তাদের গ্রেপ্তারের বিষয়ে এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, নির্বাচনের কারণেই তাদের বন্দি করা হয়েছিল কি-না। তবে তা নাকচ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়ি, পুলিশ হাসপাতাল ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিরোধীরা সব দোষ কেবল সরকারের ওপর চাপায় উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মঈন খান মার্কিন দূতাবাসে যান। সেখানে গিয়ে নালিশ করেন, মানবধিকার ও গণতন্ত্র নেই। এই হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা।

ছাত্রলীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংঘর্ষের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে দল। আমরা নতুন করে চিন্তা-ভাবনা করছি। থানা-ওয়ার্ডগুলোতে কমিটি দেয়ার ব্যাপারেও কাজ চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় মেট্রোরেলের প্রযুক্তিগত বিষয়েও কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। জানান, কোনো আধুনিক প্রযুক্তি যুক্ত করার প্রয়োজন হলে সরকার তা করবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রিমান্ড শেষে কারাগারে আতিক, আলেপ ও ফারুকী
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি
Thursday, 21 November, 2024
হত্যা মামলায় আনিসুল ও এমপি জ্যাকব রিমান্ড
আদালত প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
শেখ হাসিনার বললেন- বিচার আমি করবোই
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up