এবারেরে বিপিএল আসর থেকে সিলেট স্ট্রাইকার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তারপরও বাকি দুই ম্যাচ জিতে শেষটা ভালো করতে চায় মোহাম্মদ মিঠুনের দল। অন্যদিকে প্লে-অফ মোটামুটি নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করতে চায় লিটন দাসের দল। এমন সমীকরণ সামনে রেজখে মুখোমুখি এই দুই দল।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন।
চলতি আসর থেকে আর কিছুই পাওয়ার নেই সিলেট স্ট্রাইকার্সের। দুই ম্যাচ বাকি থাকতেই শেষ চারের দৌড় থেকে ছিটকে গেছে তারা।
অন্যদিকে শুরুটা ভালো না হলেও শেষ এসে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিটন দাসের কুমিল্লা। তাই আরেকটি জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের। সিলেটকে হারিয়ে শীর্ষে থাকা +