শিরোনাম: |
মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। ২০১৬ সালে মুক্তি পাওয়া 'দঙ্গল' সিনেমার মাধ্যমে ফাতিমা সানা শেখ, সান্য মালহোত্র ও সুহানি ভটনাগর ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এ তিন তরুণী আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এদের মধ্যে সুহানি ভাটনাগরকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে অভিনয় করতে।
শনিবার ভারতীয় গণমাধ্যমে তার মৃত্যুর খরব প্রকাশ করে। এতে জানা যায়, সম্প্রতি পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। দিল্লীর এইমস হাসপাতালে তাকে চিকিৎসার জন্য রাখা হয়। এরজন্য বেশ কিছু ওষুধ খেতে হয়েছিল তাকে। সেটির পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হলে শরীরে পানি জমতে থাকে তার। ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সেই থেকেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় ছিলেন না সুহানি। তার মৃত্যুর পর বছর দুয়েক আগের পোস্টে নেটিজেনরা তার আত্মার শান্তি কামনা করে মন্তব্য করছে। একজন লিখেছেন, যদি প্রয়োজন হয়, তাহলেই ওষুধ নেয়া উচিত এবং তা পরিমানমত।
দঙ্গল সিনেমায় সুহানির অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করেছিল। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনে তাকে দেখা যায়। কাজ করেছেন মডেল হিসেবেও। তবে পড়াশোনায় মন দিতে অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরতে চান।
উল্লেখ্য, সুহানির জন্মস্থান হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|