Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন ■ ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’
বিপিএল থেকে সিলেটের বিবর্ণ বিদায়
Published : Saturday, 17 February, 2024 at 5:50 PM, Update: 17.02.2024 6:01:26 PM

সিলেটকে বিদায় করে প্লে-অফের সামনে বরিশাল

সিলেটকে বিদায় করে প্লে-অফের সামনে বরিশাল

প্রথম ৫ ম্যাচ হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের বর্তমান রানার-আপরা শেষ চারে উঠতে পারল না। আসরের ৩৫তম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ১৮ রানে হেরে ছিটকে গেছে সিলেট। এই জয়ে প্লে অফে নিশ্চিতের পথে আর এগিয়ে গেলো বরিশাল। অন্যদিকে বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিবর্ণ বিদায় নিলো সিলেট।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আহমেদ শেহজাদের সাথে ইনিংসের সূচনা করে গড়েন ২৩ রানের জুটি। ১১ বলে ১৭ রান করে তানজিম হাসান সাকিবের শিকার হয়ে বিদায় নেন শেহজাদ। পাকিস্তানি এই ক্রিকেটার হাঁকান ৩টি চার।

এর খানিক পর তামিমও ৩টি চার হাঁকিয়ে ১৮ বলে ১৯ রান করে ফেরেন সাজঘরে, এবারো শিকারি সেই তানজিম সাকিব। এরপর কাইল মেয়ার্স ক্রিজে নেমে সৌম্য সরকারের সাথে হাল ধরার চেষ্টা করেন। তবে হ্যারি টেক্টরের বলে দারুণ ক্যাচ লুফে নিয়ে সৌম্যকে (৮ বলে ৮ রান) প্যাভিলিয়নের পথ দেখান তানজিম।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স। দুজনের ৮৪ রানের জুটিতে বরিশাল পায় বড় পুঁজির ভিত। তিনটি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করে বিদায় নেন মেয়ার্স, তবে মুশফিক তুলে নেন অর্ধশতক।

তবে পঞ্চাশের মাইলফলকে পা রাখার পরপরই তাকেও ফিরতে হয় সাজঘরে। বিদায় নেয়ার ৩২ বলে করেন ৫২ রান, তিনিও হাঁকান তিনটি করে চার-ছক্কা। শেষদিকে মেহেদী হাসান মিরাজের ৭ বলে ১৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের ১২ বলে অপরাজিত ১২ রানের দুই ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে বরিশাল।

জবাব দিতে নেমে বিভীষিকার মতো শুরু হয় সিলেটের। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বিদায় নেন হ্যারি টেক্টর ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাকির হাসানও সুবিধা করতে পারেননি। অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লরা ব্যর্থতার পরিচয় দিলে চাপ বর্তায় বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে।

চাপের মুখে অর্ধশতক হাঁকান দুজনই, তবে তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। হাওয়েল ৩২ বলে ৫৩ ও আরিফুল ৩১ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ২ উইকেট হাতে রেখে ১৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up