শিরোনাম: |
বিপিএলে চট্টগ্রামপর্বের দ্বিতীয় দিনে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। এবারের আসরের প্রথম ম্যাচে জয় পেয়েছিল দুর্দান্ত ঢাকা। তবে এরপরে ভাগ্য আর সহায় হয়নি দলটির জন্য। একের পর এক হারতে থাকা দলটি এবার মাঠে নেমেছে ফরচুন বরিশালের বিপক্ষে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে তাসকিন আহমেদের ঢাকার বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
চলতি আসরে আট ম্যাচে চারটি করে জয় ও হারে বরিশালের পয়েন্ট আট। দলটি আছে চতুর্থ স্থানে। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। প্লে-অফ খেলতে হলে থাকতে হবে অন্তত সেরা চারে। অন্যদিকে, ঢাকার বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ৯ ম্যাচে কেবল একটি জয় দলটির।
অপরদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকা হেরেছিল বরিশালের কাছেই। সেই ম্যাচে হারের পর ঢাকার অধিনায়ক তাসকিন বলেছিলেন, ‘হারতে থাকলে সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। দোষ বের করলে অনেক কিছুই বলা যায়। দলের কর্তৃপক্ষ, সমর্থকরা সবাই তো আশা করে আমরা ভালো খেলি। আমরা হয়তো প্লে অফে যেতে পারব না। শেষ যে কটা ম্যাচ আছে, এগুলো ভালোভাবে শেষ করতে চাই।
ফরচুন বরিশাল একাদশ
আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, শোয়েব মালিক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়।
দুর্দান্ত ঢাকা একাদশ
মোহাম্মদ নাইম, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, এসএম মেহেরব, আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, আরাফাত সানি।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|