শিরোনাম: |
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাজিব শেখ (৩৫) নামে এক সিঙ্গাপুর প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ডজন খানেক মানুষ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাটিকামারীর খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। রাজিব তার ছোট ভাই রানাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মুকসুদপুর উপজেলা সদরে আসছিলেন। ১০ দিন আগে রাজিব শেখ সিঙ্গাপুর থেকে বাড়িতে আসেন। তার স্ত্রী ও দুইটি শিশু সন্তান রয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, নিজ বাড়ি কানুরিয়া থেকে প্রবাসী রাজিব ছোট ভাই রানাকে নিয়ে মোটরসাইকেল যোগে মুকসুদপুর যাচ্ছিলেন। তারা বাটিকামারী এলাকায় পৌঁছালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি লোকাল বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন রাজিব।
আপনার মতামত দিন
|