Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ
প্রমিজ ডে, প্রতিশ্রুতি হোক ভালোবাসার
Published : Sunday, 11 February, 2024 at 4:03 PM

প্রমিজ ডে, প্রতিশ্রুতি হোক ভালোবাসার

প্রমিজ ডে, প্রতিশ্রুতি হোক ভালোবাসার

জীবনের অনেক কঠিন পরিস্থিতিও খুব সহজেই পার করে দেয়া যায়, যদি একজন যত্নশীল সঙ্গী পাশে থাকে। তবে সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা জরুরি। সেইসঙ্গে একটি সম্পর্ককে সারাজীবনের জন্য দৃঢ় এবং সুন্দর রাখতে হলে একে অপরকে কিছু প্রমিজ বা প্রতিশ্রুতি দিতে হয়।

জীবন অধ্যায়ের প্রচলিত ভ্যালেন্টাইন’স পঞ্জিকার পঞ্চম দিন ১১ ফেব্রুয়ারি’প্রমিজ ডে’। এই দিন ভালবাসার সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলা যায়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে যে জিনিসটি না হলেই নয়। দুই পক্ষের মনে মনে সংকল্প নেয়ার দিন প্রমিজ ডে।

প্রমিজ ডে-এর গুরুত্ব

আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে অনেক কিছুই হারিয়ে যায়। তবে কিছু জিনিস হারিয়ে গেলে জীবন অন্যখাতে বইতে শুরু করে। জীবনের সংকল্পই সত্যিকারের পথের নির্দেশ। আর সেই সংকল্প থেকেই আসে প্রতিজ্ঞা। ভালোবাসার সম্পর্ক এমনি এমনি টেকে না। তাকে টিকিয়ে রাখতে গেলে চাই প্রতিজ্ঞার স্বতঃস্ফূর্ত বন্ধন। এই স্বতঃস্ফূর্ততা দুই পক্ষেরই থাকা চাই। তবেই তা সত্যিকারের ভালোবাসার প্রকাশ ঘটায়। প্রতিজ্ঞার বন্ধনে জোরালো হয় ভালবাসা। সম্পর্ক হয় গভীর।
 

প্রমিজ ডে-এর ইতিহাস

প্রমিজ ডে-এর সপক্ষে কোনো তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি হাল আমলের একটি রীতি। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এই দিনটি পালন করা হয়। ভালোবাসাকে আরও মজবুত করতেই এই দিনের উদযাপন করা হয় বলে ধারণা।
 
সম্মান দেয়ার প্রতিশ্রুতি

একে অপরের প্রতি সম্মান যেকোনো সুন্দর সম্পর্কের মূল ভিত্তি। যদি কখনো সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিলও হয়, তবুও একে ওপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রেখে কথা বলতে হবে। এই প্রতিশ্রুতি মেনে চলতে পারলে সম্পর্কে তিক্ততা আসার সম্ভাবনা খুবই কম।

অতীতকে বর্তমানে টেনে না আনার প্রতিশ্রুতি


একে অপরের সঙ্গে জীবন কাটালে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। যদি কেউ কোনো ভুল করে থাকে এবং নিজের ভুল বুঝতে পারে তবে এটি বার বার টেনে না আনাই ভালো। এতে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই একে অপরের সঙ্গে অতীতকে বার বার টেনে না আনার প্রতিশ্রুতি করা ভালো।

ক্ষমা করার প্রতিশ্রুতি


জীবনে ক্ষমা করতে পারা জরুরি। যেহেতু জীবনে চলতে গেলে আমরা অনেক ভুল করে থাকি। তাই একে অপরের প্রতি ক্ষমা করার মানসকিতা থাকতে হবে। যদি এই মানসিকতা না থেকে থাকে, তবে এই প্রমিজ ডে-তে আপনার সঙ্গীকে এই প্রতিশ্রুতি দিতে পারেন।

সাপোর্ট করার প্রতিশ্রুতি

জীবনে ভালো এবং খারাপ উভয় সময়ের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। তাই মানসিকভাবে ঠিক থাকতে হলে আমাদের কারো না কারো সাপোর্টের প্রয়োজন হয়। আর এই সাপোর্ট যদি নিজের সঙ্গীর কাছ থেকেই পাওয়া যায়, তবে কঠিন সময় পার করা কিছুটা হলেও সহজ হয়ে যায়। তাই এই প্রমিজ ডে-তে আপনার সঙ্গীকে সাপোর্ট করার প্রতিশ্রুতি দিতে পারেন।

সময় দেয়ার প্রতিশ্রুতি


বর্তমান সময়ে প্রায় সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ভুলেই যাই যে অন্য কারো জন্যও আমাদের কিছু সময় বের করতে হয়। কিন্তু এটি খুবই জরুরি। সম্পর্ক সুন্দর রাখতে হলে একে অপরকে সময় দিতে হবে। তাই প্রমিজ ডে-তে একে অপরকে সময় দেওয়ার প্রতিশ্রুতি করতে পারেন।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
এইচএমপি ভাইরাস নিয়ে দেশে সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
সারাদেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 11 January, 2025
দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
পদোন্নতি পেয়ে অধ্যাপক ১১ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 1 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up