Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গলা কেটে রক্ত গামলায় করে টয়লেটে ফেলেন দেন তারা ■ ফের বায়ু দূষণে তিনে ঢাকা, শীর্ষে রয়েছে যারা ■ রোববার নতুন নির্বাচন কমিশনের শপথ ■ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা ■ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ■ সরকার জানালো যখন নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ ■ মৃত্যু বাড়ছে ডেঙ্গুতে, একদিনে গেলো আরও ৭ প্রাণ
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Published : Sunday, 11 February, 2024 at 3:38 PM

 ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন

ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার ৪৯ হাজার ৯২৩ জন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই হিসাবে পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।এর মধ্যে ছেলে ২০ হাজার ৪৫৭ জন বা ৪০.৯৮ শতাংশ। অন্যদিকে মেয়ে ২৯ হাজার ৪৬৬ বা ৫৯.০২ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

এর আগে গত শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ২৯৫টি।

আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইটে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেয়া হবে। আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সশস্ত্র বাহিনী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 21 November, 2024
৯ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up