শিরোনাম: |
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটার রেজা হেনড্রিকস ও কিউই ব্যাটার জিম্মি নিশাম। এদিন চট্টগ্রাম বোলারদের তুলোধুনো করে দশম আসরের প্রথম দল হিসেবে সংগ্রহ দুইশ ছাড়িয়েছে রংপুর রাইডার্স।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর।
রেজা ৫৮ রান করে আউট হলেও ৫১ রানে অপরাজিত থাকেন নিশাম। এদিন টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। চট্টগ্রামের পক্ষে ১৫ রান খরচায় ২ উইকেট নেন সালাউদ্দিন সাকিল।
চলতি বিপিএলে দারুণ ফর্মে আছে চট্টগ্রাম ও রংপুর। ৭ ম্যাচ শেষে দুদলেরই পয়েন্ট সমান ১০। আজকের লড়াইয়ে যে জিতবে তারাই দখলে নেবে সিংহাসন।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রংপুর শিবিরে যোগ দেন দুই প্রোটিয়া তারকা রেজা হেনড্রিকস ও ইমরান তাহির। আর নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশাম। তারা যোগ দেয়াতে রংপুর কতটা শক্তিশালী হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে শুরুতেই।
প্রথমবার বিপিএল খেলতে নেমেই ফিফটি তুলে নিয়েছেন রেজা। ওপেনিংয়ের সঙ্গী রনি তালুকদার ১৭ বলে ২৪ রান করে আউট হলেও তিনি ক্রিজে টিকে থেকে দলের সংগ্রহ শতরান পার করে দেন। ওয়ান ডাউনে নেমে তার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন টাইগার অলরাউন্ডার। এ ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এদিন মাঠে নামার আগে তার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। ৩৮৭ ইনিংসে ২১ এর ওপর গড়ে এ সংস্করণে এখন তার রান দাঁড়িয়েছে ৭০১৯।
সাকিব আউট হওয়ার পর ক্রিজে থাকতে পারেননি রেজাও। এক বলের ব্যবধানে ১২তম ওভারে সালাউদ্দিনের দ্বিতীয় শিকার হন তিনি। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর ক্রিজে নেমে চট্টগ্রামের বোলারদের আর কোনো উইকেট নিতে দেননি নুরুল হাসান সোহান ও নিশাম। শেষ ৪৫ বলে ঝড় তুলে তারা দলকে এনে দেন ৮৯ রান।
তাতে চলতি বিপিএলে প্রথমবার কোনো দল হিসেবে রংপুর সংগ্রহটা দুইশ ছাড়িয়েছে। ৫ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন প্রথম বিপিএল খেলতে আসা নিশাম। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন সোহান।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|