শিরোনাম: |
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৪জন। তবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ ফ্রেবুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া হারবাং এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহন নামক একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৪ জন। ২ জনের অবস্থা গুরুতর রয়েছে। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় মেলেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|