Published : Wednesday, 7 February, 2024 at 1:39 PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আসরের দুই হেভিওয়েট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে খুলনা। নিজেদের সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল দলটি। এর আগ পর্যন্ত এবারের আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত ছিল খুলনা। এক ম্যাচে হারলেও এনামুল হক বিজয়ের দল জ্বলে উঠতে পারে যে কোনো সময়।
অন্যদিকে, আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটি আছে টেবিলের চতুর্থ স্থানে। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ছয় পয়েন্ট তাদের। লিটন দাসের দল চাইবে আজ জিতে নিজেদের আরেকটু এগিয়ে নিতে। কুমিল্লাকে অনুপ্রেরণা দেবে নিজেদের সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় জয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, উইল জ্যাকস, মুহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, আমের জামাল ও আলিস ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, আকবর আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ। দেশ সংবাদ/এসএইচ