Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কর্মসূচি স্থগিত, ডিএমপি সাথে বৈঠক সোমবার ■ রেমিট্যান্স প্রবাহ এ মাসে আরও ঊর্ধ্বমুখী ■ সোহরাওয়ার্দী-নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত ■ ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা ■ কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ালো সরকার ■ সড়ক বন্ধ করে বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী ■ শপথ নেয়ার পর যা বললেন নতুন সিইসি
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
Published : Sunday, 4 February, 2024 at 1:48 PM

  বহিস্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান

বহিস্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান

বহিরাগত স্বামীকে আবাসিক হলে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সাদী মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হবার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এ ঘটনায় এরইমধ্যে ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রোববার সকালে মামলাটি করেছেন। আটক ৪ জনকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে জঙ্গলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব পরিচিত হওয়ায় ঐ দম্পতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়ানোর কথা বলে ডেকে আনে মামুন। এক পর্যায়ে কৌশলে ভুক্তভোগীর স্বামীকে মীর মশাররফ হোসেন হলে A ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখে।

পরে ভুক্তভোগীকে স্বামীর কাছে নেয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

এ ঘটনা জানাজানির পর শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের সামনে বিক্ষোভ শুরু করে। এ দিকে হল থেকে পালিয়ে যেতে মোস্তাফিজুরকে সহযোগিতা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাগর সিদ্দিকী ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাব্বির, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তারা মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মাকে খুন করে থানায় হাজির ছেলে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 November, 2024
গলা কেটে রক্ত গামলায় করে টয়লেটে ফেলেন দেন তারা
সিরাজগঞ্জ প্রতিনিধি
Friday, 22 November, 2024
জিয়াউল-মামুনসহ ৮ জনকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
ধানমন্ডিতে ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up