ঠাকুরগাঁওয়ের পল্লী বিদ্যুৎ এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা সদরের দাসপাড়ায় এলাকার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন।
তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।