Published : Wednesday, 3 January, 2024 at 10:46 AM
বগুড়ার মাটিডালিতে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনার ঘটেছে। এঘটনায় দুজন নিহত হয়েছেন। এসসময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাটিডালির নর্দান ফিলিং স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজির ড্রাইভার মোখলেছার রহমান ও যাত্রী রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বগুড়া-রংপুর মহাসড়ক ধরে শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশা। সিএনজিটি মাটিডালি এলাকার নর্দান ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ড্রাইভার মোখলেছার রহমান ও যাত্রী রফিকুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।