Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৫৩ বছরেও মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি ■ পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো ■ দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের আওতায় টিউলিপ ■ খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ■ কলকাতায় বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ■ জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ফেব্রুয়ারিতে কার্যক্রম ■ চাকরি হারানো ৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস
সিংহাসন ছেড়ে দিলেন ডেনমার্কের রানি
Published : Monday, 1 January, 2024 at 7:26 PM

ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ

ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ

ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ নতুন বছরের শুরুতে একটি টেলিভিশন ভাষণে আকস্মিকভাবে রাজত্ব ত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ১৪ই জানুয়ারিতে পদত্যাগ করবেন, ওই দিন তার রানি হিসেবে সিংহাসনে আরোহণের ৫২ বছর হবে। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে সিংহাসন ছেড়ে দেব,  তিনি ঘোষণা দেন।

৮৩ বছর বয়সী দ্বিতীয় মারগ্রেথ বর্তমানে বিশ্বের একমাত্র রাজত্বকারী রানি। ইউরোপের যতো দেশে রাজা রানি রয়েছেন তার মধ্যে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে আছেন।

১৯৭২ সালে তার বাবা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর দ্বিতীয় মারগ্রেথ সিংহাসনে আসীন হন। ওই টেলিভিশন ভাষণে রানি জানিয়েছেন যে, ২০২৩ সালের প্রথম দিকে তার পিঠে অস্ত্রোপচার হয়। এরপর তিনি রাজত্ব ত্যাগের কথা ভাবতে শুরু করেন। এই অস্ত্রোপচার স্বাভাবিকভাবেই আমাকে ভবিষ্যতের বিষয়ে ভাবতে বাধ্য করেছে যে - পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে কিনা, তিনি বলেন।

আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখনই সঠিক সময়, তিনি বলেন। এতোটা বছর ধরে রাজপরিবারের পাশে থাকার জন্য তিনি ডেনিশ জনসাধারণকে ধন্যবাদ জানান।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন রানিকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, এক হাজার বছরেরও বেশি সময় ধরে রাজ দায়িত্ব এবং পদ হস্তান্তর হয়ে এলেও এটা বোঝা কঠিন যে কখন সিংহাসন পরিবর্তনের সময় এসেছে। যুক্তরাজ্যের মতো ডেনমার্কেও সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে।

দেশসংবাদ/এমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ধূমপানে নতুন আইন, জরিমানা হতে পারে ৩০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 1 January, 2025
বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
আর্ন্তজাতিক ডেস্ক
Tuesday, 24 December, 2024
পদত্যাগ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 5 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up