Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে লোকসভায় প্রস্তাব ■ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ■ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো ■ চিন্ময়ের জামিন শুনানি নিয়ে যা বললো ভারতীয় সংবাদমাধ্যম ■ সবার সঙ্গে বসছেন ড. ইউনূস, লক্ষ্য জাতীয় ঐক্য ■ একটি ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না ■ আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
শিশুরা পাবে ভিটামিন এ ক্যাপসুল
Published : Monday, 11 December, 2023 at 7:32 PM, Update: 12.12.2023 11:57:03 PM

ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়

ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়

ঢাকা জেলার ছয়টি উপজেলার ৫ লাখ ২৬ হাজার ২৪০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৭৪ হাজার ৮২ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫২ হাজার ১৫৮ শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার ডেপুটি সিভিল সার্জন ডা. ইয়াসমিন নাহার। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মহসিন মিয়ার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রিজওয়ানা পারভীন, ডা. কাজী মো. ওমর ফারুক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

এ সময় বলা হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মানে অনেকেই মনে করেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো ছাড়া আরও কিছু খাওয়ানো হবে। আসলে বিষয়টি তা নয়। ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি আমরা কিছু মূল্যবান স্বাস্থ্যবার্তা প্রচার করি। যা অভিভাবকরা আমলে নিলে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠবে। এ কারণে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শুধু চলবে না, বরং আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন বার্তাসমুহ মুখে মুখে যে যেভাবে পারি প্রচার করতে হবে। তাহলে সরকারের এই ক্যাম্পেইন সফল হবে।

ঢাকার ৬টা উপজেলার মধ্যে ধামরাই, দোহার, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার ও সাভার পৌরসভা এলাকায় এ ক্যাম্পেইন চলবে। ছয় উপজেলার মোট ১৭৪৩ টি স্থায়ী ও ১২৫ অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। এতে নিয়োজিত থাকবেন ৩ হাজার ৪৮৬ জন স্বেচ্ছাসেবক। এছাড়াও পর্যাপ্ত ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা এ কাজে সরাসরি অংশ নেবেন।
 
দেশসংবাদ/এমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বিমানের প্রথম নারী পরিচালক তাসমিন
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 October, 2024
আজ জাতীয় কন্যাশিশু দিবস
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 September, 2024
বাচ্চাদের ‘গুড টাচ-ব্যাড টাচ’ জানা জরুরি
লাইফস্টাইল ডেস্ক
Thursday, 5 September, 2024
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 31 August, 2024
শিশুরা পাবে ভিটামিন এ ক্যাপসুল
দেশসংবাদ ডেস্ক
Monday, 11 December, 2023
প্রতিমাসে ধর্ষণের শিকার ১১১ নারী
দেশসংবাদ, ঢাকা
Monday, 28 September, 2020
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up