দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। রোববার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম পর্বে ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী (মাহি বদরুদ্দোজা চৌধুরী) বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নানা অনিয়মের কারণে এই আসনের ১১ জন প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন।
বাকি দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের ভোটার তালিকা গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল হয়। আর বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নপত্রে সমর্থনকারী স্থানীয় না হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া অন্য ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে মুন্সিগঞ্জ-১ আসনে।