শিরোনাম: |
মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেন, শ্রীপুর সদর ইউনিয়ন কমান্ডের কমান্ডার নজরুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা ওসমান গণি দুলাল, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। সেই সাথে দেশ ও জাতির কল্যাণে তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|