শিরোনাম: |
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে মো: আলমগীর (২২) নামে এক অটোরিক্সাচালক খুন হয়েছে। সোমবার আনুমানিক ভোর ৪ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাদ্দাম মোল্লা জানান, সোমবার ভোরবেলা লোক মারফত জানতে পাই ভাগনা এলাকায় এক অটোরিক্সা চালককে দুর্বৃত্তরা খুন করেছে। ঘটনা স্থলে গিয়ে আলমগীর নামে অটোরিক্সাচালকের রক্তাক্ত লাশ দেখতে পাই। নিহতের বুকে ও হাতে চারটি ছুড়িকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত আলমগীর বরিশাল জেলার মুলাদী থানার সফিপুর গ্রামের মো: মোস্তফার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ শুভাঢ্যা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় সত্তর খলিফার বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক বছরের কন্যা সন্তানকে নিয়ে ভাড়া থাকতো।
জানা গেছে আলমগীর এলাকায় র্যাবের সোর্স হিসাবেও কাজ করতো।
কেরাণীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, খুনের ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড়ো ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|