Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
থানায় অভিযোগ
পূর্বধলায় সরকারি কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী
Published : Sunday, 27 September, 2020 at 10:20 PM

পূর্বধলায় সরকারি কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

পূর্বধলায় সরকারি কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

নেত্রকোনা পূর্বধলা উপজেলার ঘাঘরা ইউনিয়নের দুধী মনিয়ারকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হাসানুজ্জামান রাজীবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেন তার চাচাত ভাই আব্দুল রাশিদ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজিব তার দাম্ভিকতা ও সরকারি চাকুরির প্রভাব দেখিয়ে তার  চাচার বাড়ির সীমানার বিভিন্ন ধরনের ফলের গাছ কেঁটে ফেলে। পরে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে এ কর্মকর্তা তার চাচা এবং চাচাত ভাইদের মেরে ফেলার হুমকি প্রদান করে। পরে স্হানীয় সাংবাদিক সুমন রাহাত ঘটনার ছবি তুলতে গেলে তাকেও হত্যার হুমকিসহ অশালীন আচরন করে রাজিবের পরিবারের সদস্যরা।

জানা যায় হাসানুজ্জামান রাজীব পেশায় একজন পরিসংখ্যাণ কর্মকর্তা ময়মনসিংহে কর্মরত এলাকাবাসীর অভিযোগ তিনি বৃদ্ধ, মহিলা শিশুসহ গ্রামের এমন কোন লোক নেই যে তার সাথে খারাপ আচরণ করেন নাই। কথায় কথায় ভয় দেখান পুলিশের।

গ্রামবাসী জানান, বাজারে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধের  পানদোকান ভাংচুর করেন শুধুমাত্র তার গাড়ি যাতায়াতের অসুবিধা হওয়ার কারনে। তার ভয়ে গ্রামবাসী কোন কিছু বলতে সাহস পায় না। এমনকি বাজারের লোকজনের সাথে করেন খারাপ আচরণ তিনি। এসব কারণে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন তারই  চাচাতো ভাই আব্দুল রাশিদ। আসামি করা হয়েছে তার বাবা, মা, আরেক চাচাতো ভাইকে।

গ্রামবাসী আরো জানান, হাসানুজ্জামান রাজিব এবং তার পরিবারের হাত থেকে আমরা বাচঁতে চাই। এজন্য আমরা সরকার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে কথা বললে পরিসংখ্যাণ কর্মকর্তা, হাসানুজ্জামান রাজিব বলেন, আমি চাকুরি নেয়ার পর এলাকার অসহায়, গরীব মানুষের মাঝে সাধ্য অনুযায়ী সহযোগীতা করে আসছি। গ্রামের মসজিদ নির্মাণে সহযোগিতা করেছি।গ্রামের রাস্তা নির্মাণে সুপারিশ করছি। বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তাদের ভাতার ব্যবস্থা করেছি। গ্রামের কারো সাথে আমার কোন বিরোধ নেই ওরা মিথ্যে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে গেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহিদুর রহমান বলেন, হাসানুজ্জামান রাজীবের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন


আপনার মতামত দিন
বন্যার পানি কমলেও বাড়ছে দুর্ভোগ
নেত্রকোনা প্রতিনিধি
Friday, 11 October, 2024
শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি
শেরপুর প্রতিনিধি
Monday, 7 October, 2024
শেরপুরে পানিবন্দি লাখো মানুষ, মৃত্যু ৭
শেরপুর প্রতিনিধি
Sunday, 6 October, 2024
পানিবন্দি দেড় লাখ মানুষ, বন্ধ রান্নাবান্না
ময়মনসিংহ প্রতিনিধি
Saturday, 5 October, 2024
নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল উদ্ধার
নেত্রকোণা প্রতিনিধি
Saturday, 7 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up