শিরোনাম: |
কুষ্টিয়ার মিরপুরে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ এলাকার শহিদুল ইসলামের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা এস.কে চঞ্চল (২৫), একই এলাকার মৃত আকমল হোসেনের ছেলে খোকন আহম্মদ (৩৩) এবং ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে রনি ইসলাম ওরফে ড্যানি (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আটকদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় চঞ্চল, খোকন ও ড্যানির ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে তাদের আটক করে।
মামলার বাদী মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ এজাহারে আরো উল্লেখ করেন, আসামিরা এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল, এলাকায় প্রভাব বিস্তার এবং নওয়াপাড়া বাজারে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নিয়ে আসছিলো।
তাদের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের ছিলো। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় জিডিও রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে শুক্রবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন
আপনার মতামত দিন
|