Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ■ কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের জন্য দুঃসংবাদ ■ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ■ আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বিচার বিভাগ সংস্কার বিষয়ে মতামত নিতে ওয়েবসাইট চালু ■ নির্বাচন যত দেরিতে হবে, ততই ষড়যন্ত্র বাড়বে ■ ভাঙা হতে পারে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক
প্রকাশ্য জনমতে বাইডেন, উদ্দীপনায় ট্রাম্প এগিয়ে
Published : Friday, 25 September, 2020 at 5:58 PM, Update: 25.09.2020 7:29:29 PM

প্রকাশ্য জনমতে বাইডেন, উদ্দীপনায় ট্রাম্প এগিয়ে

প্রকাশ্য জনমতে বাইডেন, উদ্দীপনায় ট্রাম্প এগিয়ে

প্রকাশ্য জনমতে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। আর সমর্থকদের উদ্দীপনায় এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হওয়ার পর জনমত জরিপে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাইডেন।

করোনা ভাইরাস মহামারীর কারণে এ বছর অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এ ধরনের ব্যবস্থার আপত্তি জানাচ্ছেন ট্রাম্প। তার ধারণা, ডাকযোগে ভোটের মাধ্যমে নির্বাচনে কারচুপির আশঙ্কা রয়েছে। ডাকযোগে ভোটের মধ্যে ভোট চুরিসহ নানা দুর্নীতির সুযোগ রয়েছে বলেও ট্রাম্প বারবার অভিযোগ করছেন। যদিও বহু পুরনো এই রীতির মধ্যে কখনই বড় ধরনের কোনো জালিয়াতি অথবা কারচুপি অথবা প্রতারণার ঘটনা ঘটেনি বলে নির্বাচন পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন।

এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যে আগামী ১২ অক্টোবর থেকে আগাম ভোট গ্রহণ শুরু হবে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা ভোট কেন্দ্র খোলা থাকবে। করোনাভাইরাস সংক্রমণের ভীতির পরিপ্রেক্ষিতে অধিকাংশ স্টেটেই ডাকযোগে আগাম ভোটের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এ ছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর দুই প্রার্থীর সরাসরি বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। অনেকে মনে করছেন বিতর্কের ফলাফলের পর নির্বাচনী আলোচনা বাঁক নিতে পারে। তবে হঠাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ গিন্সবার্গের মৃত্যু অনেক হিসাব পাল্টে দিয়েছে। সামাজিকভাবে উদারনৈতিক ও রক্ষণশীল ধারণায় বিভক্ত যুক্তরাষ্ট্রের জনমত এখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।

অপরাধীরা ভোট দিতে পারবে ফ্লোরিডায়

২০১৮ সালে ফ্লোরিডার আদালত এক রায়ে বলেছে, অপরাধীরা ভোটার তালিকাভুক্ত হতে পারবেন, যদি জরিমানাসহ সরকারের কাছে ১ হাজার ডলার বা দেনা পরিশোধ করা হয়ে থাকে। গত সপ্তাহে ১১তম সার্কিট আদালত এক রায়ে ফ্লোরিডার নিম্ন আদালতের এ সংক্রান্ত রায়টি বলবৎ রেখেছে। এরপর থেকেই ফ্লোরিডায় অপরাধীদের জরিমানা পরিশোধে সাহায্য করার জন্য টিভিতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তালিকাভুক্ত ভোটারদের মধ্যে যারা অপরাধী তাদের ভোট প্রদানের যোগ্যতা অর্জনে ১৬ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে।

দেশসংবাদ/বিপি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু
বাংলা প্রেস, নিউ ইয়র্ক
Saturday, 19 September, 2020
এশিয়ান-আমেরিকানদের মধ্যেও এগিয়ে বাইডেন
দেশসংবাদ ডেস্ক
Thursday, 17 September, 2020
সামরিক জরিপেও পিছিয়ে ট্রাম্প
দেশসংবাদ ডেস্ক
Wednesday, 2 September, 2020
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up