শিরোনাম: |
বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের কালামিয়া খাদুলী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, পৈত্রিক জমিজমা নিয়ে শফিকুল ইসলামের সাথে তার বড় ভাই হাবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে দুই ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হাবিবর রহমানের ছেলে পিয়াস পারভেজ চাচা শফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় শফিকুল ইসলাম আহত হন। তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সোমবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলামের ভাই আলা উদ্দিন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে হাবিবর রহমান, তার স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে পিয়াস পারভেজকে আসামী করা হয়েছে। এ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতা চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে শফিকুল ইসলামের মৃত্যু হয়। ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হাবিবর রহমান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফিকুলের মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|