শিরোনাম: |
কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ দিন পর শান্তির প্রয়াস পেতে গত শুক্রবার দোহার অদূরে দোখান বীচে বার্ষিক বনভোজনে সমবেত হয়েছিল কাতারস্থ জুড়ি উপজেলার প্রবাসীরা। এতে আনন্দ উল্লাসে মেতে উঠে প্রবাসী বাংলাদেশিরা
এতে কয়সর আহমেদের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ তাহের আহমেদ, জয়নাল আহমেদ, বাবুল আহমেদ চৌধুরী, আব্দুল ওদুদ, পাখি মিয়া, যুবায়ের খান, মোহাম্মদ নাসির মিয়া, আব্দুল রহমান, আবুল হাসান, রিয়াজ আহমেদ, আরিফ মাহমুদ, হুয়ায়ূন রশিদ মৃধা।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সার্বিক দায়িত্বে ছিলেন জাহিদুল ইসলাম, তোফায়েল আহমেদ,আসুক উদ্দিন, শাহীন সুমন,রুমান আহমেদ, পাবেল আহমেদ, রাজু আহমেদ, নাছির আহমেদ, সম্ভু, ভিক্টর আলাউদ্দিন,আবু আহমেদ, শাহিন আহমেদ, আরিফ মোহাম্মদ, হুমায়ূন রশীদ সুমন।
করোনা ভাইরাস থেকে বিশ্ববাসিকে রক্ষা ও প্রবাসীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।পরে বার্ষিক বনভোজন মধ্যাহ্নভোজের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|